<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। কোনো অপরাধের ঘটনা ঘটলে সেটা আড়াল করা যাবে না।  প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। তবে কোনো মামলায় নিরীহ ও নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক (অক্টোবর) অপরাধ পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সংস্থা উল্লেখ করে আইজিপি বলেন, জনগণকে সেবা দেওয়ায়ই পুলিশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেবা দেওয়ার মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। সব পুলিশ সদস্যকে একটি টিম হিসেবে কাজ করতে হবে।</span></span></p>