<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরে ১৫ দিনে মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের, যা আগের মাসের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। আগের মাস অক্টোবরে একই সময়ে মৃত্যু হয়েছিল ৬৩ জনের।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রোগটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাঁচজন। উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছে একজন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৭। রোগটিতে মৃত্যুর এই সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯৯৪ জন। নতুন রোগী নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৭৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৪ হাজার ১৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ৩৩৮ জন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৩৫ জন। চলতি বছরে ভর্তি রোগীর মধ্যে ৪৬ হাজার ৫২৭ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৬৮ জন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৩৮৪ জন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া ঢাকা বিভাগে ২৩৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>