<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করায় অর্ধবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জেলা প্রশাসনের কার্যালয়ে বাসভাড়া কমানো নিয়ে সভা হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের দাবি অনেকাংশে বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা করা হয়েছিল, কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা করে নিয়েছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো বলেন, এপ্রিলের পর ডিজেলের দাম তিন পয়সা কমানো হয়েছে। আগে বাসগুলো শাপলাচত্বর হয়ে বায়তুল মোকাররম আসত। কিন্তু ফ্লাইওভার হওয়ার পর এটা আর করতে হয় না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাস মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারিত হারে (৫০ টাকা) ভাড়া রাখবেন। সেটা বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শিবুমার্কেট যেখান থেকেই হোক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বাসভাড়া না কমালে আগামী ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেওয়া হয়।</span></span></p> <p style="text-align:left"> </p>