<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একদল ফকির-সন্ন্যাসীকে গান গাইতে দেখা যায়। হঠাৎ করে হেলমেট পরা একদল যুবক তাঁদের ওপর আক্রমণ করে বসে। পরক্ষণেই শোনা যায় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমার ভাই মরল কেন, জবাব দে জবাব দে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ইত্যাদি স্লোগান। স্লোগান দিতে দিতে একটি মিছিল এগিয়ে যায় শাহবাগের দিকে। কিছুদূর যেতেই সেখানে আবারও হামলা করা হয়। বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। একসময় লুটিয়ে পড়াদের থেকে তরুণরা জেগে ওঠেন। তাঁদের মুখে শোনা যায় কাজী নজরুলের বিদ্রোহী কবিতার বিভিন্ন আঞ্চলিক বাংলা ও চাকমা ভাষার রূপান্তরিত উচ্চারণ।</span></span></span></span></span></p> <p> </p>