<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের উন্নয়নের ক্ষেত্রে দারিদ্র্য দূরীকরণে অর্থায়নের ঘাটতি রয়েছে। এ কারণে উন্নয়নের গতি পিছিয়ে পড়ছে।  অর্থায়নে বৈষম্যের কারণে সমাজে ব্যবধান বাড়ছে। এই পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নই পারে বৈষম্য দূর করতে। এ জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নীতি, কৌশল ও পরিকাঠামো সংস্কার করা প্রয়োজন, যাতে সবার জন্য সমান সুবিধা তৈরি হয়। এত দিন ব্যাংক খাতে অর্থ লুটপাট হয়েছে। আগামী দিনে ব্যাংকিং সেবা এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে সবার সুবিধা নিশ্চিত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের একটি সেশনে এসব কথা বলেন বক্তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> (বঙ্গোপসাগর সংলাপ)-এর আয়োজন করেছে। সংলাপের </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থিতিস্থাপক ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি : বিভক্ত বিশ্বে বৈষম্য ও দারিদ্র্য মোকাবিলা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক সেশনে আলোচনায় নানা সুপারিশ তুলে ধরেন বিভিন্ন দেশের আর্থিক খাতের বিশেষজ্ঞরা। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৩০ লাখ সক্রিয় গ্রাহক রয়েছে সিটি ব্যাংকের। এতেই বোঝা যায়, আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে কতটা সফল হতে যাচ্ছি। বিভিন্ন ব্যাংক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) দেশে বিপ্লব ঘটিয়েছে। বিকাশ বিশ্বে সবচেয়ে বড় এমএফএস কম্পানি। বিশ্বের বহু দেশ ৩০ শতাংশ ডিজিটাল ছোট ঋণ দিচ্ছে। বাংলাদেশেও এই ঋণ চালু হয়েছে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ব্যাংক মানুষের কাছ থেকে আমানত সংগ্রহে অগ্রগতি হয়েছে। কিন্তু বিপরীত দিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে। যদিও এনজিও এ ক্ষেত্রে ক্ষুদ্রঋণ দিচ্ছে। এই ঋণের সুদহার বার্ষিক ২৫ শতাংশ, যেখানে ব্যাংক গড়ে ৯ শতাংশ হারে ক্ষুদ্রঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করছে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। কিছু ব্যাংক এদিকে নজর দিলেও দেশের অনেক বাণিজ্যিক ব্যাংক এ বিষয়ে উদ্যোগী হয়ে শাখা খোলেনি। একদিন বাংলাদেশ সব বাধা দূর করে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এগিয়ে যাবে, যা কম আয়ের মানুষের যথাযথ সুবিধা নিশ্চিত করবে। মাসরুর বলেন, ব্যাংকগুলো সারা দেশের মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে বড় কম্পানিকে ঋণ দিচ্ছে। অথচ ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছে। হয়তো একদিন এই মানসিকতার পরিবর্তন হবে। এখন ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। তবে সার্বিক বিষয় খুব বেদনাদায়ক। রিজার্ভের অর্থ ছাপানো হয়েছে। তিন হাজার ২১৪ কোটি ডলারের সমপরিমাণ বা তিন লাখ ৮৫ হাজার ৬৮০ কোটি টাকা দেশে ছাপানো হয়েছে। এই টাকা থেকে দুই হাজার ৩৬২ কোটি টাকা ব্যাংকের হিসাবের বাইরে চলে গেছে। এ অবস্থায় আনুষ্ঠানিক প্রক্রিয়া আসা প্রয়োজন। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, দেশ ধ্বংসের দারপ্রান্ত থেকে উঠে আসছে; বিশেষ করে বিচার বিভাগ, শিক্ষাব্যবস্থা ও ব্যাংকিং পদ্ধতি। এখন ব্যাংক কঠিন সময় পার করছে। দেশের ব্যবসায় বড় ভূমিকা রাখে ব্যাংক। দেশের অনেক ব্যাংক আছে মানুষের সেবা দিতে। কিন্তু দরিদ্র মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছায়নি। জামানত ছাড়া তাদের ঋণের ব্যবস্থা করা জরুরি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৪৫ বছর আগে ব্যবসার জন্য ঋণ নিতে ব্যাংকে কয়েক দফা আমাকে দৌড়াতে হয়েছে। কিন্তু এখন ব্যাংক মানুষের কাছে যাচ্ছে। এর পরও উন্নতি করতে সময় লাগবে। এত দিন ব্যাংক খাতে গভর্নরের একনায়কতন্ত্র চলেছে। এখন বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের নিয়ম মেনে চালানোর সুযোগ দিলে ব্যবসায়ীরা সুবিধা পাবে এবং বিনিয়োগ বাড়বে। ব্যাংকের শেয়ারহোল্ডারদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় নিয়মিত হস্তক্ষেপ করা উচিত নয়। এটি ব্যবস্থাপনা কর্মকর্তাদের হাতে ছেড়ে দিতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডি সেন্টারের সাবেক পরিচালক ও ইমেরিটাস ফেলো প্রফেসর কররী সিং বলেন, ক্ষুদ্র অর্থায়নে যথেষ্ট বিনিয়োগ না হলে বৈষম্য কমাতে দারিদ্র্য দূরীকরণ টেকসই হবে না। দারিদ্র্য দূরীকরণ ব্যাহত করছে যথাযথ নীতি ও কৌশলের ঘাটতি। এ ছাড়া দারিদ্র্যের বড় কারণ সুযোগ ও অর্থায়নের অভাব। এ ক্ষেত্রে সরকারের যথাযথ পদক্ষেপ থাকতে হবে।</span></span></span></span></span></p> <p><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংলাপে আরো বক্তব্য দেন রুমানিয়ার ফাউন্ডেশন অব উবান্তু ওয়ার্ল্ড কনসাল্টিংয়ের আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক আনা মারিয়া পার্শিব। অনুষ্ঠানের সঞ্চালক বসনিয়া ও হার্জেগোভিনার সিবিডিডিওও পরিচালক ফারিস হাডরোভিক বলেন, এমন সময়ে এই আলোচনা হচ্ছে, যখন বৈশ্বিক অর্থনীতিতে বৈষম্য চলছে, ধনী-গরিবের ব্যবধান বাড়ছে।</span></span></strong></p>