<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধে গতকাল সোমবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর। সম্মেলনবিরোধী পক্ষের মিছিলে হামলার পর দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহতদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া উপজেলা ও পৌর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। বাঞ্ছারামপুরের সম্মেলনের নতুন তারিখ ঘোষণার জন্য জেলা ও উপজেলা বিএনপি নেতাদের লিগ্যাল নোটিশও পাঠানো হয়। গতকাল সোমবার সম্মেলনের বিরুদ্ধে অবস্থানকারীরা বিক্ষোভের ডাক দেয়।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্র জানায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল খালেক ও রফিক শিকদারের নেতৃত্বে সম্মেলনবিরোধী বিক্ষোভ মিছিলে ঢিল ছোড়া হয়। এর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ অলি মোহাম্মদ রাসেল জানান, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের নাম হাসপাতালে নথিভুক্ত করা হয়েছে। এর বাইরে আরো অন্তত ২৫ জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঞ্ছারামপুর থানার ওসি মো. মোর্শেদ আলম জানান, কোনো পক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ দেয়নি। তবে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।</span></span></span></span></p>