<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বাজারে ক্যামনে সদায় কিননা খামু বাবা। বিধবা মানুষ আমি। কম দামে বেশি জিনিস পামু দেইখা সেই সকাল থেইকা লাইনে দাঁড়াইসি। ৫৯০ টাকায় ভালোই দেয় ওরা। পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, তেল, আলু কম কিসে। ভালোই চইলা যাইবো এতে আমার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিসিবির পণ্য পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন রাজধানীর সেগুনবাগিচার বাসিন্দা বৃদ্ধা আজমেরি বেগম। গতকাল রবিবার সকাল ৭টার পর থেকে লাইনে দাঁড়িয়ে ১১টার সময় টিসিবির বাজার পান তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজমেরি বেগমের মতো দিনে দিনে টিসিবির ৫৯০ টাকার বাজার নিতে আগ্রহী হয়ে উঠছে সাধারণ মানুষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত সারা দেশে এক কোটি কার্ডধারী গ্রাহক এই সুবিধার আওতায় থাকলেও গত ২৪ অক্টোবর থেকে ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলে শুরু হয় কম মূল্যে পণ্য বিক্রয়ের বর্ধিত কার্যক্রম। ঢাকার মধ্যে ৫০টি এবং চট্টগ্রামে ২০টি ভিন্ন ভিন্ন অঞ্চলে ট্রাকের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে এই কার্যক্রম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিসিবির পণ্য নিতে আসা আগারগাঁও এলাকার খালেক বেপারী একজন বলেন, একটু দেরি হলে আর পাওয়া যায় না টিসিবির বাজার। এর আগে বেশ কয়েক দিন খালি হাতে ফিরতে হয়েছে। দীর্ঘ সময় দাঁড়াতে কষ্ট হলেও অর্ধেক দামে পণ্য পাওয়া স্বস্তিকর বলে জানান এই ক্রেতা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলে টিসিবির বর্ধিত কার্যক্রম চলমান রয়েছে। ঢাকায় প্রতিদিন ১৭ হাজার ৫০০ এবং চট্টগ্রামে সাত হাজার মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এই সুবিধা। তবে মানুষের চাহিদা বেশি থাকায় আগামী মাস থেকে এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলে জানান এই কর্মকর্তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিসিবির ঢাকা কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির বলেন, দুই বছর ধরে কম মূল্যে টিসিবির পণ্য বিক্রির বর্ধিত কার্যক্রম বন্ধ ছিল। শুধু কার্ডধারীদের মধ্যে তখন পণ্য সরবরাহ করা হতো। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত মানুষের মাঝে স্বস্তির জন্য এই কার্যক্রম বর্তমানে শুরু করা হয়েছে। এ ছাড়া এক কোটি কার্ডধারীরা তো সুবিধা পাচ্ছেনই।</span></span></span></span></span></p>