<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের কোথাও যাতে অবৈধ ইটভাটা চালু হতে না পারে, সে জন্য সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। দেশের অবৈধ ইটভাটা উচ্ছেদে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর এইচআরপিবির পক্ষে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে দেশের সব বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন।</span></span></span></span></p>