<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর এবার ভারত আজমির শরিফ দখলের ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন ইনবিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ভারতে মুসলিম সংখ্যালঘুদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, তারা গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিম হত্যা করে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এবার আজমির শরিফ দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ জন্য তাদের কঠোর মূল্য দিতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার গুলশান-২ চত্বরে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে শরীফ ওসমান বিন হাদি এসব কথা বলেন। ভারতে আজমির শরিফ দখলের ষড়যন্ত্র, সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে এই শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিকেল ৪টায় গুলশান মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের হাতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবরি মসজিদ ভেঙেছে কারা? কাশ্মীরের কসাই কারা? উই ডিমান্ড ইন্ডিয়া মাইনরিটি সেফটি, ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য এশিয়ান ইসরায়েল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্মারকলিপি নিয়ে তারা ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে গুলশান মোড়ে তাদের আটকে দেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিকেল সাড়ে ৪টায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ইনকিলাব মঞ্চের তিনজনের প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। পরে গুলশান-২ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌনে ৫টায় ফিরে যান তারা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে শরীফ ওসমান বিন হাদি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সেই ভারত না, যারা বাংলাদেশ দূতাবাস ভেঙেছে। আমরা শান্তিপূর্ণভাবে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে এসেছি। স্মারকলিপিতে আমরা ভারতের মিডিয়ায় বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অপপ্রচার এবং সেখানকার সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানাই। দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন এই স্মারকলিপি তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। একই সঙ্গে  দ্রুত সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>