<p>মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগেছে। এতে ঘুমন্ত অবস্থায় তার মা ও চাচির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যুবলীগ নেতা রুমেলের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)। মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।</p> <p> </p>