<p>চট্টগ্রামের বাঁশখালীতে পরকীয়ার জেরে লাগানো আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অভিযুক্ত প্রেমিক মো. বাবুলকে (২৭) বুধবার (১১ ডিসেম্বর) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ায় এই ঘটনা ঘটে। </p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় গৃহবধূ সালেহা বেগম আহত হয়েছেন। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফায়ার সার্ভিসের দল এসে আরো ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করে।</p> <p>চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, জয়নগর পাড়ার আব্দুল করিমের স্ত্রী ইয়াসমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই পাড়ার মো. হারুনের ছেলে বাবুলের পরকীয়া চলছে। এ নিয়ে সালিশ হয়। কিন্তু ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে তাদের ঘটনা নিয়ে ঝগড়া হলে ইয়াসমিন বাবার বাড়ি চলে যান। এই ঘটনায় মঙ্গলবার ভোর রাতে বাবুল আগুন লাগিয়ে দেন বলে প্রচার হয়। কেননা প্রায় সময় শালিসে আগুন লাগিয়ে পুড়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। </p> <p>তিনি আরো বলেন, ১৩ বসত ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর বুধবার দুপুরে বাবুলকে পুলিশকে সোপর্দ করে স্থানীয়রা। এ অগ্নিকান্ডে বাবুলের ঘরও পুড়ে ছাই হয়ে গেছে।</p> <p>বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) দয়াল ভৌমিক বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাবুল নামের এক ব্যক্তিকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p>ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার মৃত লেদু মিয়ার পুত্র মুহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মৃত সিরাজ মিয়ার পুত্র মুহাম্মদ কালু, মৃত নবাব আলীর পুত্র মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইসহাক, মৃত কালু মিয়ার পুত্র মুহাম্মদ করিম, মৃত ইসলাম মিয়ার পুত্র মুহাম্মদ জামাল, মুহাম্মদ কবির, আবদু ছত্তার, আবদু ছবুর, মৃত আবদুল্লাহর পুত্র মুহাম্মদ হারুন।</p>