<p>রাজধানীর ভাটারা থানা বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বারিধারা ৯ নম্বর রোডে বারিধারা সোসাইটির অফিসের সামনে এই আয়োজন করা হয়।</p> <p>এ সময় উদ্যোক্তারা জানান, আজ শনিবারসহ দুই দিনে মোট পাঁচ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হবে। গতকাল কম্বল বিতরণের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান। উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেকোনো দুর্যোগে এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি।’</p> <p>আতাউর রহমান আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছর আগে যে ৩১ দফা দিয়েছিলেন তার একটি দফা ছিল নিরপেক্ষ নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। ওই ভোটে যারা জয়ী হবেন তাঁরাই দেশ চালাবেন। আমরা বলতে পারি, এমন নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।’</p> <p>অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তহিরুল ইসলাম তুহিন, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খান, ওয়াহিদুজ্জামান মেম্বার, মো. সেলিম মিয়া, বাবুল শেখ, ইফতেখার আলী, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৩৯ নম্বর ওয়ার্ড সভাপতি মনা মেম্বার, বিএনপি নেতা মো. শামীম মেম্বার এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</p> <p>ভাটারার সোলমাইদ থেকে শীতবস্ত্র নিতে আশা হালিমা খাতুন বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ কইরা চলি। ঘরে দুই পোলা-মাইয়া। আমরা স্বামী অটো চালায়। হঠাৎ কইরা শীত বাড়নে কষ্ট বাড়ছে। কইম্মা যাইবো এইজন্য আর শীতের কাপড়ও কিনি নাই। এহন এই জায়গায় কম্বল দিব শুইনা আইছি।’</p> <p>ভাটারা কালীমন্দির এলাকা থেকে আসা মান্নান মিয়া বলেন, ‘শীতে থাহন যায় না। একটু যে রইদে বসমু হেই সুযোগও নাই। দুই দিন ধইরা সূর্যও তো উঠে না। কম্বলখান কামে লাগবো। আল্লাহ তারেক রহমানের ভালা করুক।’</p> <p> </p>