ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাচালানের চিনি, জিরাসহ দুই ‘সমন্বয়ক’কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরশহরের বড় বাজার আমুয়াকান্দায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান হূদয় (২৮) ও মাসুদ রানা (২৫)। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এলাকায় পরিচিত।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযানে ভারতীয় চোরাচালানের পণ্য গুদামজাত করার অভিযোগে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান হূদয় ও মাসুদ রানাকে গ্রেপ্তার করে।
এ সময় ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করা হয়। এসব পণ্য গুদামজাত করার কোনো বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি।
জানা গেছে, বৈষম্যবিরোধীে ছাত্র আন্দোলনের সময় জিল্লুর রহমান হূদয় ফুলপুরে কঠোর আন্দোলন গড়ে তোলেন। এ সময় শত শত ছাত্র-ছাত্রী তাঁর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
তবে পরিবারের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি সিন্ডিকেট সব সময় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।