ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ‘ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল’ দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ‘ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল’ দিল বাংলাদেশ
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানকে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে। ছবি : কালের কণ্ঠ

ঢাকা-রিয়াদ সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স প্রদান করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, মহামান্য ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের মেয়াদে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক অভূতপূর্বভাবে সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রদূত ঈসার দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে।

ফলে সৌদি আরব বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। তৌহিদ হোসেন বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক সম্প্রসারণ ও সুসংহত করার জন্য রাষ্ট্রদূতের গতিশীলতা ও প্রতিশ্রুতি অনুকরণীয়। তিনি বলেন, সৌদি আরবে কর্মরত ৩০ লাখের বেশি বাংলাদেশিপ্রবাসী তেলসমৃদ্ধ দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নেও অবদান রেখে চলেছেন। সৌদি রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ঢাকায় তাঁর পাঁচ বছরের চাকরি জীবনে তিনি সৌদি-বাংলাদেশ সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সম্পর্কের বহুমুখিতা হজ, ওমরাহ বা জনশক্তির বাইরেও বিস্তৃত। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, খেলাধুলা, পর্যটন ও সহযোগিতার অন্যান্য সব দিক অন্তর্ভুক্ত রয়েছে, যা আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় ও গভীর করেছে। রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ নেতৃত্বের দূরদর্শী নির্দেশনা ও অটল সমর্থন, দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি একটি অসাধারণ সুযোগ এবং আমি এই অবিশ্বাস্য সম্মানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

রাজধানীর বংশাল এলাকার নাজিমুদ্দীন রোডে লেপ-তোশকের দোকানে আগুন লেগে আমিন উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশু-বৃদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আহতরা হলেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), তাঁর স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), ভাগ্নি মুসফিকা (২০), শাকিব হোসেন (২২), বুলবুল (৩৭), মোছা. শিল্পী (৪২), তালহা (৪), রাহেলা খাতুন (৬০), মো. ইউনুস মিয়া (৭৪) ও মো. আমিন (২৩)।

গত রবিবার শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয় তারা। পরে ভোর ৫টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন।

 

মন্তব্য

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি ছয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাটসহ ৮.৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। এ ছাড়া এক হাজার ১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায় রয়েছে। বাড়ি, ফ্ল্যাট ও ৮.৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। তাঁর গাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

এ ছাড়া অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৫৯ হাজার টাকা রয়েছে। এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

মন্তব্য

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ