ঢাকা-রিয়াদ সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’ প্রদান করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘মহামান্য ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের মেয়াদে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক অভূতপূর্বভাবে সমৃদ্ধ হয়েছে।’ তিনি বলেন, রাষ্ট্রদূত ঈসার দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে।