বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে দেখিয়ে গত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বাহিনীটির ৯ হাজারেরও বেশি সদস্যকে চাকরিচ্যুত করেছে বলে জানিয়েছেন বিডিআর সদস্যরা। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তাঁরা এই দাবি করেন। বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে ‘জাস্টিস ফর বিডিআর’ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করা হয়। এ সময় নির্দোষ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবি জানান তাঁরা।
সমাবেশে বি এম কামরুজ্জামান নামের চাকরিচ্যুত এক বিডিআর সদস্য বলেন, ‘তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তার মসনদ টিকিয়ে রাখার জন্য চৌকস বিডিআর বাহিনীকে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য নিরীহ বিডিআরদের পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে বিচারের নামে সাজা দিয়েছে। এটা কোনো বিদ্রোহ নয়, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করে বিডিআরদের চাকরিতে পুনর্বহাল করা হোক।’
সমাবেশে সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত একাধিক বিডিআর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারিও তাঁদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তাঁরা।