চট্টগ্রাম

খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ

চট্টগ্রামে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে খুচরা পর্যায়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকায় সয়াবিন তেল বিক্রি করা যাবে, যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকরা ১৫৩ টাকা, ট্রেডার্সে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৬০ টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবেন, যা মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যেকোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করেন তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্কফোর্স কমিটি। নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। এর আগে গত সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।

পরিদর্শনে গিয়ে ভোজ্যতেল উধাওর সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। সেটা কাটিয়ে ওঠার জন্য সবার সঙ্গে বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিন তেল খুচরায় সর্বোচ্চ ১৬০ টাকায় বিক্রি করা যাবে।

কেউ চাইলে এর চেয়ে কমেও বিক্রি করা যাবে। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া যাবে না।

মন্তব্য

সম্পর্কিত খবর

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৪৪ জন বাংলাদেশি নাগরিক। গতকাল বৃহস্পতিবার লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

 

মন্তব্য

চার শহরে কনসার্ট করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চার শহরে কনসার্ট করবে বিএনপি

ভীনদেশি সংস্কৃতির প্রভাব কমাতে ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করবে বিএনপি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়াএই চার শহরে আগামী ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে এই আয়োজন করা হবে। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড, শিল্পী, আঞ্চলিক গানের গায়করা অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১-এ সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও কনসার্ট আয়োজনের সংগঠন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির প্রচার সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনগুলো হলো নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বছরের ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার।

কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। এর আগে দুই দফায় সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

মন্তব্য

২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

আগামী ২৯ মার্চ ও ২ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকরা রোগী দেখবেন। এ ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০ ও ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবেকদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ