সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এসব অভিযান পরিচালনা করা হয়। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উত্মা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। এর মধ্যে রয়েছে সানগ্লাস, শাড়ি, কিশমিশ, ক্রিম, চকোলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেড, চিনি, হেয়ার অয়েল, সাবান, চাল, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য।