ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা অনুকূলে থাকলেও সমস্যা এখনো পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান।
বর্তমানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের অসুস্থার খবর ছড়িয়ে পড়ায় তার সুস্থতা কামনা করেছেন দেশের ক্রীড়াবিদসহ বাইরের ক্রিকেটাররাও।
দোয়া প্রার্থনা করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও।
বলিউড বাদশা শাহরুখ খানের মালিকাধীন দল কেকেআর সামাজিক মাধ্যমে লিখেছে, ‘দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
তামিমের সুস্থতায় শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমন সব সময় লড়াই করেছ, ঠিক তেমনই চালিয়ে যাও।
’
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা আতহার আলী খান লিখেছেন, ‘তামিমের জন্য প্রার্থনা। সঙ্গে সবাইকে অনুরোধ করছি তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার। আল্লাহ তালা শিগগিরই তাকে সুস্থতার জন্য শক্তি ও সাহস দিন। আমিন।
’
আরো পড়ুন
তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা!। দ্রুত সুস্থ হও তামিম ইকবাল।’
তামিমের সুস্থতায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’
বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া লিখেছেন, ‘শক্তিশালী থাকুন তামিম ভাই।
আমরা আপনার সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ।’
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘দ্রুত সুস্থ হন তামিম ভাই। পুরো জাতি আপনার প্রার্থনা রয়েছে।’ বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তাঁর সঙ্গে থাকেন।’
আরো পড়ুন
হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং
তামিমের সুস্থতায় বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।’
সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিমের। কথা বলেছেন তার পরিবারসহ দেখতে আসা বিসিবি কর্মকর্তাদের সঙ্গেও। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালেই থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।