বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়। বর্তমানে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে বলে জানিয়েছেন মেডিক্যালের ডিরেক্টর ডা. রাজীব হাসান।
আরো পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমকে রাজীব বলেছেন, ‘তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন।
ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে।’
আরো পড়ুন
তামিমের ফেসবুক আইডিতে পোস্ট, চাইলেন দোয়া
গুরুতর অসুস্থ হওয়ায় তামিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. রাজীব।
সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।’
আরো পড়ুন
হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং
ব্লক
সুস্থতার জন্য ভক্ত-সমর্থকসহ দেশবাসীর কাছে তামিমের পক্ষে দোয়া চেয়েছেন তার ভেরিফায়েড ফেসবুকের এডমিন। পোস্টের এক অংশে লেখা হয়েছে, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’