পল্লীকবি জসীমউদ্দীনের ৪৯তম প্রয়াণ দিবস আজ ১৪ মার্চ। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবি জসীমউদ্দীনের প্রয়াণ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানী ঢাকার কমলাপুরে তাঁর বাড়িতে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং আয়োজক কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে এক আলোচনাসভা হবে। এ অনুষ্ঠানে দেশের নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকসহ শিক্ষাবিদরা পল্লীকবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করবেন।
জসীমউদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম আধুনিক কবি। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামবাংলার সাধারণ মানুষের আঞ্চলিক ভাষার শব্দ তাঁর কবিতায় আলোকপাত করে নগরসভায় উপস্থাপন করেছেন কৃতিত্বের সঙ্গে।
কবি জসীমউদ্দীনের গ্রন্থের মধ্যে রয়েছে ‘রাখালি’, ‘নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘রঙিলা নায়ের মাঝি’, ‘বোবা কাহিনী’, ‘বাঙালির হাসির গল্প’।
তাঁর ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি বিশ্বের ৩৩টি ভাষায় অনূদিত হয়েছে। শুধু তাই নয়, তিনি যখন বিএ ক্লাসের ছাত্র তখনই তাঁর রচিত ‘কবর’ কবিতাটি নবম শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি