মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত সালমা বেগমের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের পক্ষ থেকে তাঁকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ক্ষেতলালে পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : মহাখালীর সাততলা বস্তিতে আগুনে বহু ঘর পুড়ে গেছে।
এর সঙ্গে সালমা বেগমের স্বপ্নের সেলাই মেশিনটিও পুড়ে গেছে। পুড়ে যাওয়া সেলাই মেশিনের কাছে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সালমা। এমনই একটি ছবির গল্প গতকাল কালের কণ্ঠ প্রিন্ট সংস্করণ ও অনলাইনে প্রকাশ হয়। এটি দেখে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান মহোদয়ের দেওয়া উপহার সেলাই মেশিন সালমার হাতে তুলে দিতে চান। পরে ক্ষতিগ্রস্ত সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সবার জন্য দোয়া করতে থাকেন। কান্নাজড়িত কণ্ঠে সালমা বলেন, ‘সেলাই মেশিনটি ছিল আমার সংসারের অনেক বড় একটি অবলম্বন। আমার বেঁচে থাকার স্বপ্ন। আমার ঘরে আবার সেলাই মেশিনের চাকা ঘুরবে, আবার কাপড় সেলাই করতে পারব—এটি আমার কল্পনার বাইরে ছিল।’
নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস দুই চোখের পানি মুছতে মুছতে বলে, ‘আমি পত্রিকা ও টেলিভিশনের খবরে দেখেছি বসুন্ধরা গ্রুপ গ্রামের শত শত নারীকে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করে তুলছে। তখন মনে হতো এ রকম একটি নতুন সেলাই মেশিন যদি আমরা পেতাম, তাহলে খুব ভালো হতো। মা ও আমি দুজন মিলে বেশি কাজ করতে পারতাম।’ বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, শিগগির সালমার পরিবারকে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হবে।
বসুন্ধরা শুভসংঘ সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষার মাসে আপন ভাবনা’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্য ফাতেমাতুজ জোহরা। ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সেরা পাঁচজন পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. রহিম, একই বিভাগের ফাতেমা তুজ জহুরা, ইংরেজি বিভাগের মো. জিসান ইসলাম জিহাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জান্নাতুন নাইম ও সমাজবিজ্ঞান বিভাগের সুহাইল আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক মো. মাহতাব হোসেন লিমন।
ক্ষেতলাল (জয়পুরহাট) বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উদ্যোগে গতকাল পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। এ সময় বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উপদেষ্টা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোস্তাফিজার রহমান, বসুন্ধরা শুভসংঘের প্রচার সম্পাদক মো. আরমান হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।