শুভ কাজে সবার পাশে

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণী
  • ক্ষেতলালে পথচারীদের ইফতারি বিতরণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়। ছবি : কালের কণ্ঠ

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত সালমা বেগমের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের পক্ষ থেকে তাঁকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও  ক্ষেতলালে পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বসুন্ধরাঢাকা : মহাখালীর সাততলা বস্তিতে আগুনে বহু ঘর পুড়ে গেছে।

এর সঙ্গে সালমা বেগমের স্বপ্নের সেলাই মেশিনটিও পুড়ে গেছে। পুড়ে যাওয়া সেলাই মেশিনের কাছে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সালমা। এমনই একটি ছবির গল্প গতকাল কালের কণ্ঠ প্রিন্ট সংস্করণ ও অনলাইনে প্রকাশ হয়। এটি দেখে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান মহোদয়ের দেওয়া উপহার সেলাই মেশিন সালমার হাতে তুলে দিতে চান।
পরে ক্ষতিগ্রস্ত সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সবার জন্য দোয়া করতে থাকেন। কান্নাজড়িত কণ্ঠে সালমা বলেন, সেলাই মেশিনটি ছিল আমার সংসারের অনেক বড় একটি অবলম্বন। আমার বেঁচে থাকার স্বপ্ন।
আমার ঘরে আবার সেলাই মেশিনের চাকা ঘুরবে, আবার কাপড় সেলাই করতে পারবএটি আমার কল্পনার বাইরে ছিল।

নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস দুই চোখের পানি মুছতে মুছতে বলে, আমি পত্রিকা ও টেলিভিশনের খবরে দেখেছি বসুন্ধরা গ্রুপ গ্রামের শত শত নারীকে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করে তুলছে। তখন মনে হতো এ রকম একটি নতুন সেলাই মেশিন যদি আমরা পেতাম, তাহলে খুব ভালো হতো। মা ও আমি দুজন মিলে বেশি কাজ করতে পারতাম। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, শিগগির সালমার পরিবারকে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হবে।

বসুন্ধরা শুভসংঘ সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাসে আপন ভাবনা শীর্ষক ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্য ফাতেমাতুজ জোহরা। ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সেরা পাঁচজন পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. রহিম, একই বিভাগের ফাতেমা তুজ জহুরা, ইংরেজি বিভাগের মো. জিসান ইসলাম জিহাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জান্নাতুন নাইম ও সমাজবিজ্ঞান বিভাগের সুহাইল আহমেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক মো. মাহতাব হোসেন লিমন।

ক্ষেতলাল (জয়পুরহাট) বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উদ্যোগে গতকাল পথচারীদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। এ সময় বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উপদেষ্টা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোস্তাফিজার রহমান,  বসুন্ধরা শুভসংঘের প্রচার সম্পাদক মো. আরমান হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশ-ভারতের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ-ভারতের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌ মহড়া বঙ্গোপসাগর ২০২৫ এবং সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু উবাইদা অংশগ্রহণ করেছে। ঢাকার ভারতের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দুই নৌবাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য সহযোগিতামূলক প্রতিক্রিয়া সহজতর করেছে।

এই মহড়ায় বিভিন্ন জটিল অভিযান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে সারফেস ফায়ারিং, কৌশলগত কৌশল, পুনরায় পূরণ, ভিজিট-বোর্ড-অনুসন্ধান-জব্দ (ভিবিএসএস) ক্রস বোর্ডিং, যোগাযোগ মহড়া, পেশাদার বিষয়ের ওপর অপারেশন দল এবং জুনিয়র অফিসারদের জন্য কুইজ এবং স্টিম পাস্ট। এই মহড়া উভয় নৌবাহিনীকে কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং তথ্য ভাগাভাগিতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছে, যাতে নির্বিঘ্নে সামুদ্রিক অভিযান পরিচালনা করা যায়। এই মহড়া দুটি নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

রাজনৈতিক দলের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা লেখেন না

    মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজনৈতিক দলের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা লেখেন না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডিআরইউ চত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতারা অংশ নেন। মির্জা আব্বাস বলেন, সাংবাদিকদের দায়দায়িত্ব অনেক বেশি।

সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আছিয়াকে ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি।
মির্জা আব্বাস আরো বলেন, সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকরা কেউ আসামি নন। এই দুঃখ কোনো দিন ভুলতে পারব না। ইফতারে দাওয়াত দেওয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি। ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউয়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

মন্তব্য
ইউজিসি চেয়ারম্যান

বাজেট বরাদ্দে জবি আগের তুলনায় অগ্রাধিকার পাবে

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
বাজেট বরাদ্দে জবি আগের তুলনায় অগ্রাধিকার পাবে

বাজেট বরাদ্দে আগের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তার পরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই করব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি। জগন্নাথের ছেলে ও মেয়ে উভয়েই অনেক স্ট্রাগল করে।

 

মন্তব্য

দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা

শেয়ার
দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা

দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ