লেখক রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে এনসিটিবির কারিকুলাম কমিটি থেকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, গণবিরোধী নতুন শিক্ষাক্রম বাতিলে আমরা আপসহীন লড়াই করেছি। ২০২৩ সালে শুরু এই আন্দোলনে আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষার সম্মুখীন হতে হয়েছে।
ন্যায়ের পক্ষে থেকেও আমরা তৎকালীন সরকারের রোষানলে পড়েছিলাম। রাষ্ট্রদ্রোহ মামলায় আমাদের অনেকে জেল খেটেছেন। আন্দোলনের শুরুটা দু-একজন করলেও পরবর্তী সময়ে তা গণমানুষের আন্দোলনে রূপ নেয়।
তিনি বলেন, রাখাল রাহা সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে স্মারকলিপি দেন এবং এই আন্দোলন তাঁর নেতৃত্বে হয়েছিল বলে উপদেষ্টাকে জানান।
পরবর্তী সময়ে এই সংগঠনের নাম ব্যবহার করে তিনি এনসিটিবির পাঠ্য পুস্তক পরিমার্জন কমিটির সদস্যসচিব নিযুক্ত হন।
রাখাল রাহা আমাদের সঙ্গে শেষ দিকে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি।
জাহাঙ্গীর কবীর বলেন, আগামী ১০ দিনের মধ্যে যেসব স্কুলের শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো দিতে হবে। অন্যথায় এনসিটিবি ঘেরাও করা হবে।
সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে অবিলম্বে শিক্ষা কমিশন গঠন; বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে এবং ইউনেসকোর পরামর্শ, জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা অন্যতম।