বিপুল টাকাসহ আটক গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এক আদেশের মাধ্যমে তাঁকে বরখাস্ত করে। আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া তাঁর গাড়িতে অবৈধ অর্থ বহন এবং যৌথ বাহিনীর অভিযানে তা জব্দের ঘটনা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৩ মার্চ গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। একই সঙ্গে টাকা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয় এবং তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এই টাকা ও গাড়ি জব্দ করা হয়। আটক নির্বাহী প্রকৌশলী প্রথমে পুলিশকে জানান, তাঁর কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে।