অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে ঈদ আনন্দ মিছিল বের করা হবে, পাশাপাশি আয়োজন করা হবে ঈদ মেলার। গতকাল রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সুলতানি আমলের ঐতিহ্য ধারণ করে এবারের ঈদ উদযাপিত হোক নতুনভাবে।