অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.০ডিগ্রি সে.।
চট্টগ্রাম ৩২.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৬ডিগ্রি সে.। রংপুর ৩৪.৭ডিগ্রি সে.। খুলনা ৩৬.২ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩২.৫ডিগ্রি সে.। সিলেট ৩৩.৫ডিগ্রি সে.
সর্বনিম্ন : ঢাকা ২৫.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৪.০ডিগ্রি সে.।
রাজশাহী ২০.৫ডিগ্রি সে.। রংপুর ২৪.২ডিগ্রি সে.। খুলনা ২৪.২ডিগ্রি সে.। বরিশাল ২৪.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৪.০ডিগ্রি সে.। সিলেট ২০.৬ডিগ্রি সে.
সূত্র : আবহাওয়া অধিদপ্তর