সারা দেশে তাপমাত্রা ও গরম এক দিনের ব্যবধানে অনেকটাই বেড়েছে। আগের দিন ১৭ জেলায় তাপপ্রবাহ থাকলেও গতকাল শুক্রবার তা ছড়িয়েছে ৪০ জেলায়। দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গতকাল বেশ তপ্ত একটি দিনই দেখল দেশবাসী।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘মার্চের এই সময় এ ধরনের তাপমাত্রা অস্বাভাবিক নয়। তবে বাতাসে জলীয়বাষ্প কম থাকায় গরমের অস্বস্তি এখনো কিছুটা কম।
জলীয়বাষ্প বাড়লে অনুভূত তাপমাত্রা ও গরমের অস্বস্তি বাড়তে পারে। তাপপ্রবাহ ও গরম শনিবারও একই রকম থাকতে পারে। তবে রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে জলীয়বাষ্প বেড়ে গরমের অনুভূতি আবার কিছুটা বাড়তে পারে। আগামী কিছুদিন তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে। শুক্রবার থেকে আবার তা বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র (৪০ থেকে ৪২ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট জেলা এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৪১ ডিগ্রি সেলসিয়াস।
এটিই এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৩ ডিগ্রি।