পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও আরেকটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সৈকতের গঙ্গামতি গ্রামের তেত্রিশকানি এলাকায় ডলফিনটি দেখতে পান জেলেরা। ভেসে আসা ডলফিনটি বোটলনোস প্রজাতির, দৈর্ঘ্যে পাঁচ ফুট।
সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর সৈকতে সাত ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে আসে।