খুলনায় বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে সাজা দেওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার বিকেলে নগরীর দৌলতপুর সাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।