<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ওয়ার্ড বিএনপির নেতা সুলতান আহমেদ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় সোহরাব (৬০) কে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতান। নিহত সুলতান নাটুদহ ইউনিয়নের খলিশা গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও নাটুদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (গচিয়ারপাড়া) বিএনপির যুগ্ম সম্পাদক। গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার ফকিরপাড়া মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নামে মামলা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাপাড়া-গচিয়ারপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের আটক করতে অভিযান চলমান রয়েছে।</span></span></span></span></p>