<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় জিরা আনার খবরে অভিযান চালিয়ে দুই হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন। বিজিবি জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী উত্তর নলকুরা নামক স্থান দিয়ে শুক্রবার ভোরে অবৈধভাবে ভারত থেকে অভিনব পন্থায় বিপুল পরিমাণ জিরা নিয়ে আসে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান পরিচালনা করে। আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১২৭/৫ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।</span></span></span></span></p>