<p>তৃতীয় গলফ হাউস করপোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এর আয়োজন করা হয়। </p> <p>অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি টুর্নামেন্ট শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। </p> <p>শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।</p> <p>আইএসপিআর জানায়, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে তার মূল্যবান বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।</p> <p>এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। </p> <p>টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির উইনার, মেজর মোহাম্মদ আনিসুর রহমান (অব.) রানার আপ এবং মিসেস এগনেস সামালিয়ে নাকানজাকো লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। </p> <p>উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।</p>