<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। গতকাল সোমবার দিনব্যাপী সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন পলাশ মার্কেট ও ঘাসমহল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযান চলাকালে মোট তিনটি পয়েন্টে দুই কিলোমিটার এলাকাজুড়ে দেওয়া তিন শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নিম্নমানের দুই শ মিটার পাইপ ও চুলা জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় দুটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহার করে অনুমোদনহীন ক্ষতিকর মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্নসহ প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী মিল্টন রায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে দুই ইঞ্চি এমএস পাইপ দিয়ে অসংখ্য বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে একটি চক্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>