<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গতকাল সোমবার সদর উপজেলার ভাওয়াল রেঞ্জ এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রথম দিনের অভিযানে বন দখল করে গড়ে তোলা ঘরবাড়ি উচ্ছেদ করে ১০ কোটি টাকা মূল্যের ৯ বিঘা জমি উদ্ধার করেছে যৌথ বাহিনী। তার মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুকের কলোনি ভেঙে উদ্ধার করা হয়েছে তিন বিঘা (এক একর) জমি। গত ৫ আগস্টের পর বন দখল করে এই অঞ্চলে নির্মাণ করা হয়েছিল শতাধিক বাড়িঘর। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।</span></span></span></span></span></p>