<p>চট্টগ্রামের অলিনগর সীমান্তে আশীষ পুরোহিত নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটক আশীষ পুরোহিত একজন দ্বৈত নাগরিক। তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম আশীষ পুরোহিত। তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানার এনায়েতবাজার এলাকার মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। তার এনআইডি নম্বর ১৫৯৪১২২৬৫৭৩০৬। এ সময় তার কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। আধার কার্ড নাম্বার ২৪০০৩৪৩০২০৩৯। অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম বলেন, আশীষ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে আমাদের খবর দেয়।</p>