<p>নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করল খুলনা জেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।</p> <p>জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম ও গণ-অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের মা নুরনাহার। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সাংবাদিক শেখ দিদারুল আলম, এহতেশামুল হক শাওন, আহত শিক্ষার্থী জীবন হাওলাদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-শাহরিয়ার, বিএল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার সাদ, লামিয়া আক্তার প্রমুখ। সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।</p> <p> </p>