<p>টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপই ভয়হীন সভা-সমাবেশ করছে। অন্যদিকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজনীতির মাঠে পাওয়া না গেলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে দলটির দুই গ্রুপ পৃথকভাবে সভা-সমাবেশ করছে। দলীয় কর্মসূচি পালন ছাড়াও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রচারণা চালাচ্ছে তারা।</p> <p>গত ৫ আগস্টের পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেশির ভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ওলামা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। তবে সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ, মির্জাপুরের আওয়াজ, মির্জাপুরের রাজনীতি আইডিসহ কয়েকটি ফেক আইডির মাধ্যমে রাজনীতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।</p> <p>মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একচ্ছত্র দাপটে গত সাড়ে ১৫ বছর বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা রাজনীতির মাঠে দাঁড়াতে পারেননি। ৫ আগস্ট বিকেল থেকেই রাজনীতির মাঠ দখলে নিয়েছে বিএনপি ও জামায়াত। শুরুতেই গাঢাকা দেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে থানায় ও আদালতে তিনটি মামলা হয়েছে।  অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর উন্নয়ন কমিটির সভাপতি জলিল খান জামিনে বের হয়েছেন। আরো কয়েকজন নেতা জেলহাজতে রয়েছেন।</p> <p>এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের কারো বক্তব্য পাওয়া না গেলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের কৃতকর্মের ভয়ে আত্মগোপনে থাকছেন। অপরাধের বিচার আইন-আদালতের বিষয়। বিএনপি কাউকে হামলা কিংবা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে না।’</p> <p>বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘মির্জাপুরে শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সোচ্চার রয়েছেন।’</p> <p> </p>