<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে অনেক বিদ্যালয় ও কলেজে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ ছাড়াও ভালো ফলাফল না করা সন্তানদের কড়া শাসন থেকে বিরত থাকতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। এই উপজেলায় প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ২৭৯ প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষার্থীর অভিভাবকের কাছে খোলা চিঠি পাঠাচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার থেকে এই চিঠি পাঠানো শুরু হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিঠিতে ইউএনও সারমিনা সাত্তার লিখেছেন, সুপ্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইতিমধ্যে শুরু হয়েছে আপনার সন্তানের বার্ষিক পরীক্ষা। সব বাবা-মায়েরই স্বপ্ন থাকে সন্তান খুব ভালো রেজাল্ট করবে...ক্লাসের টপার হবে। আপনার সন্তান যদি পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, তবে সেটি নিঃসন্দেহে আনন্দের। কিন্তু যদি না পায় তাহলে অনুরোধ থাকবে, তাদের ওপর নিজের বিশ্বাসটুকু হারাবেন না। সন্তানকে আশ্বস্ত করুন, তার নিজের অভ্যন্তরীণ ক্ষমতার ওপর তাকে আস্থা রাখতে বলুন। সে চাইলেই সামনে আরো ভালো করতে পারবে এতটুক আত্মবিশ্বাস তাকে দিন। তাকে বুঝিয়ে বলুন, পরীক্ষার নম্বর নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই এটি কেবল একটি ক্লাস পরীক্ষা। জীবনের আরো বহু পথ পাড়ি দিয়ে আরো বহু পরীক্ষার মুখোমুখি হতে হবে....।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈশ্বরগঞ্জ সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শৈলী কিন্ডারগার্টেনের পরিচালক অলক ঘোষ ছোটন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি প্রায় ৮০০ চিঠি পেয়েছি। দু-এক দিনের মধ্যেই চিঠি শিক্ষার্থীর অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি চিঠি পড়ে জানতে পেরেছি, এটা খুবই বাস্তবমুখী উদ্যোগ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএনও সারমিনা সাত্তার বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অনেক বিষয় নিয়ে আবগত হয়েছি। সেই থেকেই আমি এই খোলা চিঠি লিখেছি। চিঠিটা প্রতিষ্ঠানপ্রধানের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছি।</span></span></p>