<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন নিজ হাতে যমুনা নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীকে সঙ্গে নিয়ে যমুনা নদীর আবর্জনা পরিষ্কার করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তার সঙ্গে অংশগ্রহণ করেন। এ সময় ইউএনও রনি খাতুন বলেন, নিজ নিজ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। তিনি উপজেলা সদরে সব ব্যবসায়ীকে যমুনা নদীতে ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাস্তা পরিষ্কার রাখার পরামর্শ দেন।</span></span></span></span></span></p>