<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ভেজাল আখের গুড় তৈরির দায়ে অর্থদণ্ড দেওয়ায় উপজেলা নির্বাহী কার্যালয়ে বিক্ষোভ করেন কৃষকরা। এই অর্থদণ্ড হয়রানিমূলক দাবি করে সোমবার (২ ডিসেম্বর) বিক্ষোভ করেন তারা। </p> <p>রবিবার বিকেলে উপজেলার পিঠালিতলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কৃষককে ২০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান।  </p> <p>বিক্ষোভের এক পর্যায়ে ভবনে প্রবেশের প্রধান ফটকের সামনে রক্ষিত বড় আয়নাটি ভাঙচুর করেন তারা। এর পরপরই পুলিশ ও সেনাবাহিনী ভবনটি ঘিরে ফেলে। পরে ইউএনওসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন।</p> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, ঘটনার সময় ইউএনও অফিসেই ছিলেন। কৃষকরা তার সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা জানালে তিনিসহ কর্মকর্তারা বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ, রং ও অন্যান্য রাসায়নিক মেশানো ভেজাল গুড় তৈরি করা যাবে না। এ ধরনের গুড় তৈরি শাস্তি যোগ্য অপরাধ। এ ব্যাপারে প্রশাসনের অবস্থান জানার পর  শান্তিপূর্ণভাবে প্রশাসন ভবন ত্যাগ করেন কৃষকরা।</p> <p>শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। কেউ আটক হয়নি। সন্ধ্যা পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি।</p> <p>স্থানীয় ও কৃষক সূত্র জানায়, এখন আখের গুড় তৈরির মৌসুম। প্রশাসন তদারকি করছেন যেন ভেজাল গুড় তৈরি না হয়। সোমবার বিক্ষোভে কৃষকরা অর্থদণ্ডের প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, অভিযানের নামে তাদের হয়রানি করা হয়েছে। গুড় তৈরির চুলাসহ অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। গরিবের ওপর এটা জুলুম। এর প্রতিবাদ করতেই বিক্ষোভ করা হয়েছে।</p>