<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার বিএনপি সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নাম উল্লেখপূর্বক আরো ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে।</span></span></span></span></p> <p> </p>