<p>বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু।</p> <p>সোমবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহের কথা তুলে ধরেন স্পেনের রাষ্ট্রদূত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার‌্যালয়ে তাঁদের সৌজন্য সাক্ষাৎ হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এই সাক্ষাতে তাঁরা বাংলাদেশ, স্পেনের ঐতিহ্য, সংস্কৃতি, বিচার বিভাগ, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। </p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রসংশা করে স্পেনের রাষ্ট্রদূত বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া তিনি শক্তিশালী বিচার বিভাগ গঠনে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে স্পেন প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে জানিয়েছেন। সেই সঙ্গে বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরী সহায়তা দিতেও প্রধান বিচারপতির কাছে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধান বিচারপতি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিচার বিভাগের আধুনিকায়ন, পৃথকীকরণ ও প্রাতিষ্ঠানিকীকরণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সুপ্রিম কোর্টের সহযোগিতার আশ্বাস দেন।</p>