<p>এবার ইউরো এশিয়া চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেল নির্বাণ। গত ১ ডিসেম্বর খবরটি জানান ছবিটির নির্মাতা আসিফ ইসলাম। কাজাখস্তানে উৎসবের সমাপনী দিনে সিনেমাটি এই বিশেষ স্বীকৃতি পেয়েছে বলে জানান তিনি।</p> <p>ছবির পরিচালক আসিফ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মস্কো উৎসবের জুরি পুরস্কার দিয়ে আমাদের পথচলার শুরু। এরপর ফ্রান্সের গঞ্জ সুর সেন। এবার তৃতীয় জুরি পুরস্কার পেলাম। আমি খুবই আনন্দিত। কারণ, এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছেন আমার পছন্দের নির্মাতা তুরস্কের নুরি বিলগে জিলানের নাম। তিনি ছিলেন বিচারকদের সভাপতি। তাঁর এই রায় আমার ক্যারিয়ারের জন্য মাইলস্টোন হয়ে থাকবে। যাঁর সিনেমা দেখে অনুপ্রেরণা পেয়েছি, তাঁর কাছ থেকে পুরস্কার পাওয়া কল্পনার মতো ছিল। এবারের জুরি পুরস্কারটা আমার জন্য স্বপ্ন স্বপ্ন লাগছিল।’</p> <p>তিনি জানান, ১৭তম ইউরো এশিয়া উৎসবে নির্বাণ–এর প্রদর্শনী ছিল গত ২৫ নভেম্বর। তারও আগে অর্থাৎ ২৩ নভেম্বর তিনি সেখানে পৌছান। হাঁটেন রেড কার্পেটে। প্রদশর্নীর দিন পরিচালক সেখানকার দর্শক, সমালোচকদের সঙ্গে সিনেমাটি দেখেন।  তারপপর প্রশ্ন উত্তর সেশনে কথা বলেন উপস্থিত দর্শকদের সঙ্গে।</p> <p>সেই অভিজ্ঞতা থেকে এই নির্মাতা বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। নতুন মানুষসহ বিশ্বের সব নামকরা সিনেমা ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হয়েছে। এটা আমার জন্য এক দারুণ অর্জণ।’</p> <p>তিনি জানান, আগামী বছর দেশে ‘নির্বাণ’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়াম অর্চি। আরও আছেন ফাতেমা তুয জোহরা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাবে। নিরীক্ষাধর্মী এই সিনেমায় কোনো সংলাপ নেই।</p>