<p>প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।</p> <p>সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ‘নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেছি। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।’</p> <p>সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোন আলাপ হয়েছে কি না?, এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচনের সময় সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোন আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।’</p> <p>সভা শেষে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘জাতিসংঘ কিভাবে কমিশনকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কারিগরি সহায়তা, প্রশিক্ষণসহ কমিশনের অনান্য প্রয়োজনীয়তাগুলো নিয়ে আমরা কথা বলেছি।’</p>