<p>ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার রেশ শেষ হতে না হতেই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অধীনে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।</p> <p>তিন ম্যাচ সিরিজের শেষ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ৭ উইকেটের জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। এবার সমান ৩টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে বাংলাদেশ প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। ২ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেছেন সিরিজে সর্বোচ্চ ২১১ রান করা ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি।</p> <p>আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর ওয়ানডেতেও ফিরেছিলেন সুপ্তা। তার সঙ্গে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। প্রায় এক বছর পর ফিরেছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টির প্রথম দুটিতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মারুফা আক্তার ও অফস্পিনার সুলতানা খাতুনকে।</p> <p>ওয়ানডে সিরিজের তিন ম্যাচই মিরপুরে হলেও টি-টোয়েন্টির সবকটি হবে সিলেটে। সিরিজ শুরু হবে ৫ ডিসেম্বর। দ্বিতীয়টি হবে ৭ ডিসেম্বর। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়। তবে ৯ ডিসেম্বরের তৃতীয় ও শেষ ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে।</p> <p><strong>বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোয়াড- </strong></p> <p>নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।</p> <p><strong>স্ট্যান্ড বাই :</strong> দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।</p>