<p>মধ্য অগ্রহায়ণে রংপুর অঞ্চলের আমন ধান কাটা-মাড়াই প্রায় শেষের পথে। চাষিরা সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। তবে কাঙ্ক্ষিত ফসলের আশায় গড়া স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ইঁদুরের দল। ক্ষেতের ধান কেটে ফেলছে এই অবাধ্য শত্রু। এতে আমন ধানের ক্ষেতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা।</p> <p>রংপুর বিভাগের পাঁচটি জেলা এবং রংপুর জেলার বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছাসহ আট উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও ইঁদুরের ভয় কাটছে না। মৌসুম শেষে ধান কাটা-মাড়াই প্রায় শেষ হলেও ইঁদুরের দল একের পর এক ধানের ক্ষেত ধ্বংস করছে। কৃষকরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না। কেউ কেউ ক্ষেতের মাঝে পলিথিন বেঁধে কিংবা বাঁশের কঞ্চি দিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করছেন।</p> <p>কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে এবার ১৯ লাখ ৪৫ হাজার ৬৬৫টি ইঁদুর নিধন করা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় মারা গেছে ১২ লাখ ৪০ হাজার ৩৩০টি, গাইবান্ধায় ২ লাখ ২৪ হাজার ৪৮০টি, কুড়িগ্রামে ১ লাখ ৭৮ হাজার ৫২৫টি, লালমনিরহাটে ৭৩ হাজার ৩০০টি এবং নীলফামারীতে ২ লাখ ২৯ হাজার ৩০টি।</p> <p>কৃষি বিভাগ জানিয়েছে, এসব ইঁদুর নিধনের ফলে প্রায় ২০ হাজার ৮৩৮ মেট্রিক টন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এ মৌসুমে আমন ক্ষেতের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণের খবরও পাওয়া গেছে।</p> <p>বদরগঞ্জ উপজেলার শংকরপুর ফয়েজেরপাড়ায় দেখা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুর্য ঋষি এক কৃষকের জমির ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করছেন। তিনি জানান, সকালে প্রায় ১০ কেজি ধান গর্ত থেকে তুলেছেন। জমিতে ইঁদুর গর্ত করে ধান মজুদ রাখে এবং দিনের বেলায় অন্যত্র পালিয়ে থাকে।</p> <p>কুমারপাড়া এলাকার কৃষক শহীদুল হক জানান, পাঁচ বিঘা জমির প্রায় ১০ থেকে ১৫ কেজি ধান ইঁদুর কেটে নিয়েছে। ইঁদুরের অত্যাচারে বাধ্য হয়ে চাষাবাদ চালিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে, মধুপুর ইউনিয়নের কৃষক মোকছেদুল হক জানান, সনাতন পদ্ধতিতে ইঁদুর তাড়াতে কিছুটা সফল হয়েছেন।</p> <p>রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, এবার ফসল উৎপাদন বেশি হলেও ইঁদুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। কৃষকদের কীটনাশক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ইঁদুরের হাত থেকে পুরোপুরি ফসল রক্ষা করা সম্ভব হয়নি।</p> <p>প্রতি মৌসুমে রংপুর অঞ্চলে প্রায় এক লাখ মেট্রিক টন আমন ধান ইঁদুরের পেটে যায়। এ কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন এবং নানা উপায়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করছেন।</p>