<p>পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া চরের সরকারি কয়েক হাজার খাসজমি ও জমির ফসলের দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে।</p> <p>এতে শিমুল (২৫) নামে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।</p> <p>১৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার আড়মবাড়িয়া চর ও আড়মবাড়িয়া স্কুলপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।</p> <p>এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় যুবদলকর্মী জুয়েল মৃধা সরকার পতনের পর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের ভাই ও ভাতিজাদের তাড়িয়ে  আড়মবাড়িয়া চরের সরকারি খাসজমির কয়েক শ একর দখলে নেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল।</p> <p>সূত্রগুলোর দাবি, সশস্ত্র গ্রুপ দুটি পদ্মা নদীর মধ্যে ও আড়মবাড়িয়া নদীর ঘাটে ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে শিমুল বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।</p> <p> </p> <p> </p>