<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অমান্য করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও হাফেজিয়া মাদরাসার ৫০ গজের মধ্যে স্থাপন করা হয়েছে ডি আর নামে একটি ইটভাটা। সেখানে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। একটু দূরেই অবস্থিত আরো দুটি ইটভাটারও একই অবস্থা। এগুলো ছাড়াও উপজেলার বিভিন্ন বসতবাড়ির আশপাশে ও ফসলি জমির মাঝখানে নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে অন্তত ১৩টি ইটভাটা। এসব ভাটার বেশির ভাগই গত সপ্তাহে আগুন দেওয়া হয়েছে। এসব ভাটাতেও কাঠ পুড়িয়ে দূষিত করা হচ্ছে পরিবেশ</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পীরগঞ্জ পৌর শহরের শেষ প্রান্তে চাপোড় এলাকায় পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও একটি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৫০ গজের মধ্যে  ডি আর নামে একটি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়া আর ধুলাবালিতে ওই টেকনিক্যাল কলেজ ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ছাড়াও ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ব্যাপক ফসলহানির ঘটনা ঘটছে। গত বছর চাপোড় ও গুয়াগাঁও এলাকায় ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে প্রায় এক শ একর বোরো ধানক্ষেত নষ্ট হয়। কৃষকদের আংশিক ক্ষতিপূরণ দিয়েই সে সময় পার পান ভাটা মালিকরা। এবারও আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ফসলহানির। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, কলেজ প্রতিষ্ঠার আগে থেকেই ভাটাগুলো চলে আসছে। এ জন্য সমস্যা হলেও কিছু বলেননি তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে ডিআর ইটভাটার মালিক আকবর আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভ্যাট, ট্যাক্স দিয়েই ইটভাটা চালাচ্ছি। শুধু ফায়ারিং সার্টিফিকেট নেই। এভাবেই চলছে ভাটাগুলো। নিউজ করার দরকার নেই, আমি দেখা করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণপুর গ্রামের বাদল হোসেন জানান, ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। আশপাশের আম, লিচুবাগানের মুকুল নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার গরম বাতাসে ধানসহ অন্যান্য ফসল ঝলসে যাচ্ছে। কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইটভাটা মালিক জানান, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, শুল্ক বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও কিছু সাংবাদিককে ম্যানেজ করেই ইটভাটা চালাচ্ছেন তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা চালানোর অভিযোগ সঠিক নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>