<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তাদের এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট কাজ করেছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বেগ পেতে হয়েছে। এ ছাড়া বস্তির রাস্তাগুলো সরু হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>