<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরের কমলনগরে চার্জে লাগানো ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুৎস্পর্শে আসমা বেগম (২৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। তাকে বাঁচাতে গিয়ে স্বামী মফিজ উল্যাহ আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি দিঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের বাবা নজির আহমদ জানান, বাড়িতেই মফিজ তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেন। গত রাতেও ব্যাটারিতে চার্জ দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী আসমা ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এতে তিনি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গেলে মফিজও বিদ্যুৎস্পর্শিত হন। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>