<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে  আলামিন (২৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এফবি সুমি ট্রলারের মাঝি সোলায়মানের বরাত দিয়ে ট্রলার মালিক হেমায়েত মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আল আমিন পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হামেদ মোল্লার ছেলে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার পাথরঘাটার হেমায়েত মল্লিকের এফবি সুমি ট্রলারসহ ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রবিবার রাতে মাছ ধরার জন্য জাল ফেলে ট্রলারের সবাই রাতের খাবার খান। জেলে আল আমিন খাবারের পর পান খেয়ে আয়েশ করার সময় হঠাৎ বুকে ব্যথা উঠলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।</span></span></span></span></span></p>